ভিডিও আপলোড করার পর, বিমান দুর্ঘটনায় গায়িকার মৃত্যু

মারিলিয়া ব্রাজিলীয় গায়িকা। দেশীয় ঘরানার গান গেয়ে বিখ্যাত হন তিনি। মারিলিয়া ২০১৯ সালে লাতিন গ্র্যামি পুরস্কারও পান ।

শুক্রবার রাতে একটি গানের অনুষ্ঠান ছিল মারিলিয়ার। ব্রাজিলের গোইয়ানিয়া থেকে মিনাস জেরাইস যাওয়ার পথে ঘটে যায় দুর্ঘটনা।

মারিলিয়া বিমানে উঠে ইনস্টাগ্রামে ভিডিও দিয়েছিলেন। কে জানে এটাই হবে তার শেষ ভিডিও। ঘণ্টাখানেক পরে দুর্ঘটনায় বিমান। তাতেই মৃত্যু হলো ২৬ বছরের গায়িকার। প্রয়াত তার ম্যানেজার, সহকারী, বিমানচালক এবং সহকারী বিমানচালকও। ছোট বিমানটিতে গানের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মারিলিয়া।

গায়িকার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানযাত্রীদের কাউকেই বাঁচানো যায়নি। ইনস্টাগ্রামে দেওয়া শেষ ভিডিওতে গিটার হাতে বিমানে ওঠার আগমুহূর্তও যেমন ধরা পড়েছে, তেমনই দেখা গেছে বিমানে বসে মারিলিয়া খাবার খাচ্ছেন।

এরই মাঝে তদন্ত শুরু হয়েছে কেন দুর্ঘটনা হয়েছে। বিমানের চাকা মাটি ছোঁয়ার আগে একটি বৈদ্যুতিক তারে ধাক্কা খায় বলে জানা যায়। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। আর তাতেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

এসএইচ-২৬/০৬/২১ (বিনোদন ডেস্ক)