দেশ ছাড়িয়ে দেশের বাইরে একের পর এক সাফল্য। শুধু সাফল্য বললেও ভুল হবে, কারণ একজন তারকার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার তার জন্য অনেক অড় অর্জনও বটে।
তার অভিনয় নিয়ে কম বেশি সবাই এখন জানেন। বাংলাদেশের সবার মুখে মুখে তার নাম। তিনি হলেন আজমেরি হক বাঁধন। একের পর এক নতুন পালক যুক্ত হচ্ছে বাঁধনের ঝুঁলি। এবারও দেশের বাইরে থেকে তার জন্য এলো সুখবর।
কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা MISAFF-এ রেহানা মরিয়ম নূর’ দিয়ে আজমেরী হক বাঁধন জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার। রেহানা মরিয়ম নূর’ ছবির নাম ভূমিকায় দারুণ অভিনয় করায় পুরস্কারের এই দৌড়ে রাখা হয়েছে তাকে।
একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।
কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশে প্রথম ছবি হিসেবে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। কানসৈকতে প্রশংসিত হন বাঁধন। এরপর অ্যাপসার মতো বড় আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার। লন্ডন, বুসান ও সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেহানা মরিয়ম নূর এই মুহূর্তে দেশের প্রেক্ষাগৃহে চলছে।
এসএইচ-২১/১০/২১ (বিনোদন ডেস্ক)