দর্শকদের জন্য হানিফ সংকেতের ঈদ উপহার

প্রতি ঈদেই দর্শকদের জন্য বিশেষ নাটক নির্মাণ করেন ইত্যাদিখ্যাত জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদেও ব্যতিক্রম হচ্ছে না। দর্শকদের জন্য তিনি নিয়ে আসছেন নাটক ‘ধন্য জনের অন্য মন’।

হানিফ সংকেতের ঈদ নাটক মানেই ভিন্নতা। নাম ও গল্প সবকিছুতেই থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই তার নাটক দেখার জন্য একপ্রকার মুখিয়েও থাকে দর্শকরা। এবারের নাটকটি ধারণ করা হয়েছে সাভারে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।

এবারের নাটকের মূল প্রতিপাদ্য বিষয়, ‘সবাই দ্যাখে আদর্শ তার, করেন বড় ন্যায্যবিচার, ঘরের লোকই দ্যাখে শুধু, ধন্য জনের অন্য মন’। নাটকটি দেখলেই পাওয়া যাবে এই জনদরদী ধন্য জন খ্যাত মেম্বারের অন্যমনের পরিচয়। আর এই চরিত্রগুলোর বিভিন্ন ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ধন্য জনের অন্য মন’।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মীর সাব্বির, সারিকা সাবরিনসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন শাহীন ও রিয়াদ।

ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

এসএইচ-১৩/২৭/২২ (বিনোদন ডেস্ক)