বারবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অপমানিত হয়েছেন মিমি

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে উদাসীনতা ও দায়সারাভাবে আমন্ত্রণের অভিযোগ তুলেছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার দাবি, ‘আয়োজকদের পক্ষ থেকে লেটার বক্সে আমন্ত্রণপত্র পাঠানো ছাড়া কেউ ব্যক্তিগতভাবে ফোন কিংবা মেসেজ করেননি।’

এবার সেই পরিপ্রেক্ষিতেই পাল্টা মুখ খুলেছেন চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। শাসকদলের হয়ে বহু অনুষ্ঠানেই তাকে ছুটে যেতে হয়। কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ তাকে অবাক করেছে।

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ঠিক করে’ আমন্ত্রণ জানানো হলো না মিমি চক্রবর্তীকে। এ বিষয় জানতে চাইলে মিমি বলেন, ‘আমার লেটার বক্সে কার্ড এসেছিল। ওই অবধি। আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও এসএমএসও! আমি কোথায় কখন যাব, তা-ও জানি না।’

শাসকদলের হয়ে বহু অনুষ্ঠানেই তাকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ তাকে অবাক করেছে। তবে এ ঘটনা প্রথম নয়। মিমির দাবি, ২০১৯-এর চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার নাম অবধি সঠিকভাবে বলা হয়নি। মিমি বললেন, ‘আমি উপস্থিত। সঞ্চালকেরা সকলের নাম উচ্চারণ করলেন।’

অতিথি হিসেবে সম্ভাষণ করলেন। সেখানে আমার নাম নেই। ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরে সবশেষে শুধু বলা হয়েছিল, ‘মিমিও আছে আমাদের সঙ্গে।’ কাকতালীয়ভাবে ২০১৯-এর চলচ্চিত্র উৎসবেও চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী।

প্রত্যেক বার চলচ্চিত্র উৎসব ঘিরে তার প্রতি এই আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুললেন সাংসদ, ‘দিদি তো এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওর পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না।’ এবারের চলচ্চিত্র উৎসবের ‘উৎসব কমিটি’র চেয়ারম্যান পদে রয়েছেন সেই রাজ-ই। তবে কি তাকেই নিশানা করলেন মিমি?

এসএইচ-১৪/০৫/২২ (বিনোদন ডেস্ক)