সাইবার ক্রাইমের দ্বারস্থ মডেল বারিশ হক

উপস্থাপিকা, নৃত্যশিল্পী বারিশ হক নোংরা ট্রলের শিকার হয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু নোংরা এবং কুরুচিপূর্ণ ট্রলের শিকার হন এই মডেল ও উপস্থাপিকা।

এ ব্যাপারে বারিশ হক জানান, ফেসবুকে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হেয় করে বেশ কিছু নোংরা এবং কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে।

বারিশা দাবি করেন, ‘কিছু ব্যবসায়িক পেজের কথামতো কাজ না করায় এ দ্বন্দ্বের উৎপত্তি। এর পর থেকেই আমাকে হেয় করে ফেসবুকে নোংরা কথাবার্তা ছড়ানো হচ্ছে।’

বিষয়টি নিয়ে বারিশ হকের স্বামী সীমান্ত বলেন, ‘আমরা সোমবার (৯ মে) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে অভিযোগ করেছি। তারা আইনি প্রক্রিয়ায় এগোচ্ছেন।

বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি বারিশ হকের কাছ থেকে। অভিযোগ পেয়েই আমরা তদন্ত শুরু করেছি।

এসএইচ-০৬/১০/২২ (বিনোদন ডেস্ক)