দেশে অভিনয় জগতের দুই নক্ষত্র অভিনেতা ফজলুর রহমান বাবু এবং অভিনেতা চঞ্চল চৌধুরী। গুণী এই দুই অভিনেতাই ভার্সেটাইল অভিনেতা। তাদের অভিনয়ে দর্শক বুদ হয়ে থাকেন মুগ্ধ হয়ে।
সম্প্রতি জানা গেছে এই দুই তারকা একই সাথে পর্দায় হাজির হবেন। বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম চরকি শিগগিরই আসছে তাদের অভিনীত ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্ম নিয়ে।
রোববার (৪ সেপ্টেম্বর) চরকির অফিসিয়াল ফেসবুক পেজে ওয়েব ফিল্মটির একটি পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টারের ক্যাপশনে লেখা আছে চঞ্চল চৌধুরী আর ফজলুর রহমান বাবু নতুন করে চেনাবে রহস্যভরা দুনিয়া।
এছাড়াও আরও লেখা আছে চরকিতে শিগগিরই আসছে ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’। জানা গেছে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।
দুই গুণী অভিনেতা কতটুকু রহস্য নিয়ে নিজেদের খোলাসা করেন সেটা জানা এখন সময়ের অপেক্ষা।
এসএইচ-১৯/০৪/২২ (বিনোদন ডেস্ক)