ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির অসুস্থতার কথা শুনে চিন্তায় পড়েছিলেন তার ভক্ত-অনুরাগীরা। বর্তমানে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন অভিনেত্রী। প্রিয় তারকার হাসপাতাল থেকে বাসায় ফেরার খবরে অনেকটাই স্বস্তি ফিরেছে ভক্তদের মাঝে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডান হাতের আঙুলে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন পরী। পরে নিজের অসুস্থতার খবরটি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি। ওই ছবিতে দেখা যায় অভিনেত্রীর হাতের আঙুলে ব্যান্ডেজ করা।
পরী বলেন, বর্তমানে হাতে ব্যান্ডেজের কারণে ডান হাতে খেতে পারছেন না। এমনকি ছেলে রাজ্যকে কোলেও নিতে পারছেন না তিনি। বাম হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে তাকে। বিরক্তিকর একটা অবস্থায় রয়েছি আমি। এমন অভিজ্ঞতা আমার জীবনে প্রথম।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, বাসায় ঢুকতে গিয়ে দরজার আঘাতে আঙুলের ভেতরে হাড়ে ব্যাপক ব্যথা পেয়েছি। সঙ্গে সঙ্গে হাসপাতালে যান তিনি। সেখানে প্রায় ছয়-সাত ঘণ্টা থাকার পর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন পরী। এই আঘাতের কারনে ডান হাত মাসখানেক বিশ্রামে রাখতে বলেছেন চিকিৎসকরা। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
শান্ত-(বিনোদন ডেস্ক)