শাকিবের ‘লিডার- আমিই বাংলাদেশ’ সেন্সর পেয়েছে

ঢাকাই সিনেমার পোস্টার বয় খ্যাত শাকিব খান। তার অভিনীত সিনেমা ‘লিডার—আমিই বাংলাদেশ’সেন্সর বোর্ড থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আনকাট ছাড়পত্র পেয়েছে। এটি নির্মাণ করছেন পরিচালক তপু খান। সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন অভিনেত্রী শবনম বুবলী।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতা ধর্মী সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশে’ মুক্তির জন্য আনকাট ছাড়পত্র দিয়েছে।

শাকিব খানের‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এ প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার বলে মনে করছি। যেহেতু সেন্সর পেয়েছে ‘লিডার-আমিই বাংলাদেশ’ , খুব শিগগিরই মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া।

এসএ-২৬/১২/২২ (বিনোদন ডেস্ক)