টানা ব্যর্থতার পরও শাহরুখকে হারিয়ে শীর্ষে অক্ষয়

মহামারির আগে স্বপ্নের মতো কয়েকটি বছর কাটিয়েছেন অক্ষয় কুমার। তাঁর সিনেমা মুক্তি মানে যেন ছিল নিশ্চিতভাবে ১০০ কোটি রুপি ব্যবসা। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগেনি।

মহামারির পর রোহিত শেঠির সঙ্গে ‘সূর্যবংশী’ হিট হয় ঠিকই, কিন্তু গত বছর মুক্তি পাওয়া তাঁর পাঁচটি সিনেমার কোনোটাই দর্শক-সমালোচকের মন ভরাতে পারেনি। তারপরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি তাঁর। অন্তত ওরম্যাক্স পপুলার মেল স্টারস লিস্ট সেটিই বলছে।

ওরম্যাক্স মিডিয়া কয়েক বছর ধরে নিয়মিতই নানা ধরনের জরিপ প্রকাশ করে আছে। এবারও তারা প্রকাশ করেছে গত বছরের ডিসেম্বরের সবচেয়ে জনপ্রিয় পুরুষ তারকাদের তালিকা। তালিকায় স্থান পেয়েছেন হিন্দি সিনেমার ১০ তারকা, যে তালিকায় টানা ব্যর্থতার পরও শীর্ষে আছেন অক্ষয় কুমার। কেবল তা-ই নয়, তিনি টপকে গেছেন শাহরুখ খানকেও।

তালিকার তিনে আছেন সালমান খান; পরের স্থানগুলোয় আছেন রণবীর কাপুর, অজয় দেবগন, রণবীর সিং। তালিকার দশে আছেন গত বছর সুপারহিট সিনেমা ‘ভুলভুলাইয়া ২’ অভিনেতা কার্তিক আরিয়ান।

এদিকে গত বছর টানা ব্যর্থতার পর নতুন বছরে নতুনভাবে হাজির হওয়ার পরিকল্পনা করছেন অক্ষয়। প্রতিবছর তাঁর চারটি সিনেমা মুক্তি পেলেও ২০২৩ সালে সংখ্যাটি কমতে পারে। এর মধ্যেই আনন্দ এল রাইয়ের একটি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। চলতি বছর তাঁকে দেখা যাবে ‘ওএমজি ২—ওহ মাই গড! ২’, ‘সুরারাই পতরু’র হিন্দি রিমেকসহ কয়েকটি সিনেমায়।

এসএ-০৯/০১/২৩ (বিনোদন ডেস্ক)