নায়িকা জাহারা মিতুর এক বইয়ে ১০০ কবিতা

বর্তমান সময়ের ঢাকাই সিনেমার চিত্রনায়িকা জাহারা মিতু। এবার তিনি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন লেখিকা হিসেবে।

এবারের অমর একুশে বইমেলায় আগামী ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’। বিষয়টিকে নিজের কাছেই স্বপ্নের মতো মনে করেছেন মিতু, সঙ্গে বলছেন- দুঃসাহসিক কাজ।

বইটি প্রকাশের বিষয়ে মিতু বলেন এভাবে, আমার লেখা বই! এও সম্ভব! সত্যি বলছি আমার জীবনের সবচেয়ে দুঃসাহসিক কাজ এটি। এই দুঃসাহসে পাশে থাকবেন হয়তো যারা আমাকে ভালোবাসেন তারা। এতোদিন নিজে লেখকদের অটোগ্রাফ নেওয়ার অপেক্ষায় থাকতাম, এবার নিজেই আপনাদের আশায় থাকবো।

দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশ হতে যাচ্ছে মিতুর বইটি। ১১২টি পৃষ্ঠার বইটিতে রয়েছে ১০০টি কবিতা। এর প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়।

২০২২ সালের ডিসেম্বরে নির্মাতা কাজী হায়াতের ‘জয় বাংলা’ চলচ্চিত্র দিয়ে চিত্রনায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয় মিতুর। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে গুণী নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‘কুস্তিগীর’ চলচ্চিত্রটি।

এসএ-০৯/০২/২৩ (বিনোদন ডেস্ক)