পরীর রাজ্যর ‘মুখে ভাত’

গত ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হলো রাজ্যের। চিত্রতারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ভালোবাসা দিবসে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে সন্তানের ‘মুখে ভাত’ উদ্‌যাপন করেছেন তাঁরা।

সোনার বাটিতে রাখা ভাত সোনার চামচ দিয়ে ছেলের মুখে তুলে দেন তাঁরা। পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এ তারকা দম্পতি। পরীমণি অবশ্য নিজের জন্মদিনও উদ্‌যাপন করেন পথশিশুদের সঙ্গে।

অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখে ভাত!’

বাসার ছাদে শামিয়ানা, রঙিন পর্দা ও আলোকসজ্জা মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল। পথশিশুদের নিজের হাতে খাবার পরিবেশন করেন পরীমণি।

গত বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাঁদের।

জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরীমণি-রাজ গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায়। তাঁরা বিয়ের ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

এসএ-১৫/০২/২৩ (বিনোদন ডেস্ক)