অভিনয়ে গিয়ে জীবনটাই নাকি নষ্ট করে দিলাম: জ্যোতি

শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। খবরটি প্রকাশ্যে আসতেই সকলের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এ অভিনেত্রী।

তবে অভিনয় জীবনের শুরুটা তেমন সুখকর ছিলো না জ্যোতির। বেশ বঞ্চনা সহ্য করতে হয়েছে তাকে, অভিনেত্রী নিজেই এমনটা জানিয়েছেন। তবে কঠোর পরিশ্রমে বর্তমানে তিনি নিজের যে অবস্থান গড়েছেন, তাতে বেশ খুশি অভিনেত্রীর পরিবার।

বুধবার (১৫ মার্চ) বিকেলে সোশ্যাল মিডিয়ায় পুরনো সেসব দিনের স্মৃতিচারণ করেন জ্যোতি। পাশাপাশি তার সাফল্যে পরিবারে যে খুশির জোয়ার বইছে, সেটিও জানান তিনি।

জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘ভালো ছাত্রী, ভালো রেজাল্ট, কাজেই বিসিএস অথবা একটা ভালো চাকরি অথবা একটা ভালো বিয়ে- এই ছিলো আমার কাছ থেকে পরিবারের প্রত্যাশা। কিন্তু আমি হাঁটলাম ভিন্নপথে। তার জন্য অনেক বঞ্চনা, গন্জনা পাওয়া হলো জীবনে। ইংরেজীতে এম.এ পাস করে অভিনয়ে গিয়ে জীবনটাই নাকি নষ্ট করে দিলাম!’

তিনি আরও লেখেন, ‘শিল্পকলার পরিচালক পদে নিয়োগপ্রাপ্তি আমাকে যেমন তেমন, আমার পরিবারকে ভীষণ খুশি করেছে। শুনলাম বাবা নাকি মিষ্টি খাইয়েছে তার বন্ধুদের। ফোনে ভাইবোনের কণ্ঠ খুশিতে আটখানা! বোন বলল, তুমি এটাই ডিজার্ভ করো। আমরা তোমার কাছ থেকে এমনটাই আশা করি! আর মা তো কবে থেকেই আশীর্বাদ করে যাচ্ছে! নতুন যাত্রার প্রথম দিনের এই ছবিটি প্রথম অফিসের সামনে তুলে পরিবারকে উৎসর্গ করলাম। তবে ভিন্নপথে হাঁটা চলবে।’

এর আগে, গত সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যোতিকে চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যোতি বলেন, ‘ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাকে যোগ্য মনে করে এই গুরুদায়িত্ব অর্পণ করার জন্য। ধন্যবাদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ বাবু।’

এসএ-৮/১৫/২৩ (বিনোদন ডেস্ক)