ফারুকের আসনে মনোনয়ন দৌড়ে নেতা, আছেন অভিনেতাও

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনকে গত বৃহস্পতিবার শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কে হতে পারেন, তা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়ে গেছে। রাজনীতিকদের মধ্যে আলোচনায় আছেন দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তরের বেশ কয়েকজন নেতা। মনোনয়ন চাইতে পারেন গুলশান ও বনানী এলাকার থানা পর্যায়ের নেতারাও।

অন্যদিকে অভিনেতার উত্তরসূরি হিসেবে প্রার্থী হতে চান রুপালি পর্দার একাধিক অভিনেতাও। এদের কেউ কেউ আওয়ামী রাজনীতির ‘সনদ’ নিয়ে যাচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে। দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টাও করেছেন কেউ কেউ।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদের খান ও ওয়াকিল উদ্দিনের কর্মী-অনুসারীরা তাদের ‘সম্ভাবনা’ নিয়ে আলোচনা করছেন। এ আলোচনা দলীয় কার্যালয় থেকে শুরু করে ঢাকা-১৭ আসনেও চলছে।

আবদুল কাদের খান বলেন, ‘১৯৭৫ সালের পর থেকে বনানী এলাকায় আছি। এ এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের সাংগঠনিক চর্চা শুরু করেছি। শুধু তা-ই নয়, বনানীতে যে জাতির জনকের পরিবার ও স্বজনদের সমাধি আছে, সেগুলো আমিই প্রথম সামরিক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করি। দীর্ঘ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। সে সময় অনেকের মতো আমি জেল-জুলুম অত্যাচার সহ্য করেই রাজনীতি করেছি। আমার নেত্রী শেখ হাসিনার কাছে আমি এর আগে তেমন কিছু চাইনি। জীবনের এই বেলায় এসে ঢাকা-১৭ আসনের মনোনয়ন চাইব।’ তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে নেত্রী প্রত্যাহারের নির্দেশ দিলে তিনি তা প্রত্যাহার করেন।

প্রার্থিতার বিষয়ে ওয়াকিল উদ্দিন বলেন, ‘আমাদের এই এলাকার সংসদ সদস্য ছিলেন চিত্রনায়ক ফারুক। তার মৃত্যুর চার দিন পার হলো। এর মধ্যে এ আলোচনায় নামতে চাচ্ছি না।’

অন্যদিকে অভিনেতা ফেরদৌস আহমেদ ও সিদ্দিকুর রহমান মনোনয়নের দৌড়ে আছেন বলে জানা গেছে। ফেরদৌস নিজে থেকে এখনো মুখ খোলেননি; তবে সিদ্দিকুর রহমান প্রতিনিয়ত নিজেকে এই আসনের অনিবার্য প্রার্থী মনে করে প্রচার চালিয়ে যাচ্ছেন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘এই এলাকার প্রয়াত এমপি একজন শিল্পী ছিলেন। সুতরাং একজন শিল্পীর জায়গায় আরেকজন এলে ভালো হয়। এ ছাড়া আমি দুই যুগ ধরে এ এলাকায় বাস করছি; স্থায়ী বাসিন্দা। ফলে এখানে আমি কর্মিী বাহিনী তৈরি করেছি। এই এলাকার মানুষের সঙ্গে একটা বোঝাপড়া তৈরি হয়েছে।’

এর আগে টাঙ্গাইল-১ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। এবার এখান থেকে কেন চাইছেনÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এখানেও কর্মী আছে, টাইঙ্গাইল-১ আসনেও আছে। আর একজন ব্যক্তি যে কোনো জায়গা থেকেই মনোনয়ন চাইতে পারেন।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সিদ্দিক বলেন, ‘এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এলাকাটির জন্য তেমন কাজ করেননি। অসুস্থতার জন্য কাজ করার সুযোগ পাননি চিত্রনায়ক ফারুক ভাই। আমি মনোনয়ন পেলে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারব।’

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্যান্টনমেন্টের ১৫ ও ৯৮ নম্বর ওয়ার্ড, গুলশানের ১৮, ১৯ ও ২০; কাফরুলের ১৫, পল্লবীর ১৫ ও তেজগাঁও শিল্পাঞ্চলের ২০ নম্বর ওয়ার্ড নিয়ে ছিল ঢাকা-৫ আসন। ২০০৮ সালে সীমানা পুনর্বিন্যাসের পর ঢাকা-৫ ভেঙে ঢাকা-১১, ১৫ (অর্ধেক), ১৭ ও ১৮ আসন গঠন করা হয়। ঢাকা-১৭ আসনে পড়ে উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং সেনানিবাস এলাকা। অভিজাত ও কূটনীতিক এলাকা গুলশান, বনানীও এ আসনের মধ্যে রয়েছে।

ঢাকা-১৭ আসন শুরু হওয়ার পর অর্থাৎ ২০০৮ সালের নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন, বিকেএ, কেএসজেএল, সম্মিলিত নাগরিক আন্দোলন ও জাসদ (রব) অংশগ্রহণ করে। ওই নির্বাচনে বিজয়ী হন জাতীয় পার্টির চেয়ারম্যান। এরপর ২০১৪ সালের নির্বাচনে বিএনপি ছিল না। ফলে মহাজোট থেকে বিএনএফ, জাতীয় পার্টি ও একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে বিএনএফের এস এম আবুল কালাম আজাদ বিজয়ী হন।

সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে জোটগতভাবে বিএনপি অংশগ্রহণ করে। আওয়ামী লীগ, বিজেপি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়। সেই নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আকবর হোসেন পাঠান ফারুক নির্বাচিত হন।

বনানী এলাকার দুই থানা পর্যায়ের নেতার ভাষ্য, ‘মাঠের রাজনীতিবিদ এমপি না হওয়ায় ২০০৮ সাল থেকে এখানকার মানুষ সংসদ সদস্যের সেবা থেকে বঞ্চিত। কী এক অজ্ঞাত কারণে এখানে হুটহাট একজন মনোনয়ন পেয়ে যান। এটা কোনোভাবে কাম্য নয়।’

১৭ আসনের দলীয় ভাবনা জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। কারণ এটা নিয়ে দলীয় ফোরামে এখনো আলোচনা হয়নি।’

এসএইচ-০৪/২১/২৩ (বিনোদন ডেস্ক)