প্রথম বলেই শাহরুখের ছক্কা

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে শাহরুখ খান ও নয়নতারা জুটির সিনেমা ‘জওয়ান’। অ্যাকশন থেকে রোমান্স, প্রেক্ষাগৃহে প্রথম দিনেই ছিল উপচে পড়া ভিড়। দর্শকরা তাদের প্রিয় তারকাকে বড় পর্দায় দেখে বেশ উচ্ছ্বসিত। এক কথায় প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন শাহরুখ।

বুধবার রাতে ছিল ‘জওয়ান’র স্পেশাল স্ক্রিনিং। বৃহস্পতিবার সকাল থেকে উঠে এসেছে সাধারণ দর্শকের মতামত। সিনেমা হল থেকে বেরিয়ে সকলের মুখেই শাহরুখ বন্দনা।

অ্যাকশন থ্রিলার এই সিনেমার গল্প ও পরিচালক অ্যাটলি। শাহরুখ ছাড়াও এতে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন- বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাডুকোন। সিনেমার মিউজিকের দায়িত্বে অনিরুদ্ধ রবিচন্দ্র। এই সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া।

‘জওয়ান’র স্পেশাল স্ক্রিনিং শোতে উপস্থিত ছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। সিনেমাটিকে ‘ওয়ান অফ দ্য বেস্ট বলিউড অ্যান্ড প্যান ইন্ডিয়া ফিল্মস’ বলে অভিহিত করেন তিনি। রিভিউ শেয়ার করে মুকেশ লিখেছেন, ‘জওয়ান হলো ইমোশনাল রোলার কোস্টার। আমাকে এই সিনেমার অংশ করার জন্য ধন্যবাদ অ্যাটলি এবং গৌরব বর্মাকে। আমি যদি এই সিনেমার অংশ নাও হতাম, তাহলেও এটা আমাকে নাড়া দিত এবং গায়ে কাঁটা দিত। আমার দেখা অন্যতম সেরা বলিউড ও প্যান ইন্ডিয়া সিনেমা।’

সমালোচক থেকে দর্শক প্রায় সকলের রিভিউই ইতিবাচক। পাশাপাশি হলের মধ্যে জওয়ানের গানে নাচতে দেখা যায় দর্শকদের। নানা সামাজিক ইস্যু উঠে এসেছে সিনেমার চিত্রনাট্যে। সেখানে কৃষক আত্মহত্যা থেকে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার প্রতিবাদ। সংলাপে ঝড় তুলেছেন শাহরুখ।

বুধবারই ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালন জওয়ানের অ্যাডভান্স বুকিং আপডেট শেয়ার করে জানিয়েছেন, ইতিমধ্যেই গোটা বিশ্বে ৫১.১৭ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। শুধু তাই নয়, ভারতে ‘জওয়ান’-এর প্রথম দিনের কালেকশনও ‘পাঠান’-এর প্রথম দিনের অ্যাডভান্স বুকিং-কে ছাপিয়ে গিয়েছে ৩২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল থেকেই বোঝা গেছে, প্রথমদিনেই ১০০ কোটির গন্ডি ছাড়াবে শাহরুখের ‘জওয়ান’।

এসএ-০৩/০৯/০৮ (বিনোদন ডেস্ক)