বিগ বসের বিজয়ীকে কোটি টাকা চেয়ে হুমকি

উত্তর ভারতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ‘বিগ বস ওটিটি টু’র বিজয়ী এলভিশ যাদব। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের পর সারা দেশে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন এলভিশ। বর্তমানে ইউটিউবে তার অনুরাগীর সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি। সম্প্রতি ফোনে হুমকি পাচ্ছেন তিনি।

শুধু তাই নয়, হুমকির পাশাপাশি তার কাছে দাবি করা হয়েছে কোটি টাকারও বেশি অর্থ। ওই ফোন পাওয়ার পরেই পুলিশের দ্বারস্থ হন এলভিশ। এরপর গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় সেই অভিযুক্তকে।

এ দিকে পুলিশের ধারণা ছিল ওয়াজিরাবাদ থেকে ওই উড়ো ফোন পেয়েছিলেন এলভিশ। তবে শেষ পর্যন্ত গুজরাটের বাদনগর এলাকার বাসিন্দা শাকির মাকরাণিকে গ্রেপ্তার করে গুরুগ্রাম পুলিশ।

অভিযোগের দায়রের পর দ্রুত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করায় গুরুগ্রাম পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলভিশ।

জানা গেছে, চলতি বছরের ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজনের বিজয়ী এলভিশ। মূলত ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে রিয়্যালিটি শোয়ে পা রেখেছিলেন তিনি।

তবে রিয়েলিটি শোয়ের ঘরে পা রাখার পর থেকে খেলা ঘুরিয়ে দেন এলভিশ। ‘বিগ বস’র ইতিহাসে তিনিই প্রথম প্রতিযোগী, যিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে প্রবেশ করে বিজয়ীর খেতাব জিতেছেন।

সূত্র : আনন্দবাজার

এসএ-০৩/১০/২৮ (বিনোদন ডেস্ক)