তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই হুঁশিয়ারি দিলেন সুনেরাহ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নানা আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। প্রিয় তারকার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করতে থাকেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। আর তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই সোশ্যালে এক রহস্যময় স্ট্যাটাস দিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

বৃহস্পতিবার ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে সুনেরাহ জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো ট্রল বা মিথ্যাচার একদম সহ্য করবেন না। একই সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে না জড়াতেও অনুরোধ করেন এই অভিনেত্রী।

সুনেরাহ লিখেছেন, ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি।’

‘কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেটা সহ্য করব না। আমার অফুন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো।’

তিনি লেখেন, ‘একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে করো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।’

সবশেষ এই অভিনেত্রী লেখেন, ‘আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই এক মাত্র সত্য। বাকিটা আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ।’

এদিকে ‘ন ডরাই’ খ্যাত এ অভিনেত্রীর হঠাৎ এমন স্ট্যাটাসে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে নেটিজেনদের মনে। তাকে নিয়ে কে কিংবা কোন বিষয়ে ট্রল করল, কী মিথ্যা রটালো―এমন অনেক প্রশ্ন থাকলেও সুনেরাহর স্ট্যাটাসে প্রশ্নগুলো লেখার সুযোগ নেই। কারণ মন্তব্যের অপশনটি বন্ধ রেখেছেন তিনি।

এসএইচ-১৫/১৭/২৩ (বিনোদন ডেস্ক)