নতুন প্রেমে মজেছেন আরবাজ

বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার আগেই সম্পর্ক ভেঙে যায় বলিউড অভিনেতা আরবাজ খানের। কোনো সম্পর্কই যেন টেকসই হয় না এই তারকার। মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

কিন্তু সেই সম্পর্কও খুব বেশিদিন টেকেনি আরবাজের। এবার নতুন প্রেমে মজেছেন এই তারকা। শোনা যাচ্ছে, বলিউডের মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে প্রেম করছেন আরবাজ।

ভারতীয় গণমাধ্যমে একটি সূত্র বলেন, এই সম্পর্কের বিষয়ে ভীষণ সিরিয়াস আরবাজ-শুরা। শুধু তাই নয়, খুব শিগগিরই বিবাহবন্ধনেও আবদ্ধ হবেন এই প্রেমিক যুগল। দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

আরবাজের পরবর্তী সিনেমা ‘পাটনা শুক্লা’র শুটিং সেটে দেখা হয় আরবাজ-শুরা। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। তবে নিজেদের সম্পর্কের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তারা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ। পরে ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান।

কিন্তু ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন মালাইকা-আরবাজ। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

সূত্র : নিউজ১৮

এসএ-০৭/১২/২১ (বিনোদন ডেস্ক)