ওপেনহাইমার-বার্বি কেও হারিয়ে দিল ‘টুয়েলভথ ফেল’

বলিউডের জনপ্রিয় নির্মাতা বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত রেজাল্ট করেছে। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবন কাহিনি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।

বিক্রান্ত মাসে ও মেধা শংকর অভিনীত এই সিনেমাটি সর্বকালের সব থেকে বেশি রেটিং পাওয়া ভারতীয় সিনেমার তকমা পেল আইএমডিবিতে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আইএমডিবিতে সেরা ২৫০টা ভারতীয় ছবির মধ্যে ‘টুয়েলভথ ফেল’ সবার উপরে আছে। এই ছবিটি ১০ এর মধ্যে ৯.২ রেটিং পেয়েছে।

এছাড়া টপ ফাইভে যে বাকি চারটি ছবি আছে সেগুলো হল ১৯৯৩ সালের অ্যানিমেটেড ছবি রামায়ন: দ্য লেজেন্ড অব প্রিন্স রাম, মণি রত্নমের নায়কা, হৃষিকেশ মুখোপাধ্যায়ের গোলমাল এবং আর মাধবনের রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট।

এদিকে ৯.২ রেটিং পেয়ে ‘টুয়েলভথ ফেল’ একাধিক সুপারহিট সিনেমাকে ছাপিয়ে গিয়েছে রেটিংয়ের নিরিখে। এর মধ্যে একাধিক হলিউড ব্লকবাস্টার ছবিও আছে যা ২০২৩ সালে মুক্তি পেয়েছে, যেমন স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স (৮.৬ রেটিং পেয়েছে), ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার (৮.৪ রেটিং পেয়েছে), গার্জিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩ (৭.৯ রেটিং পেয়েছে), কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (৭.৮ রেটিং পেয়েছে), বার্বি (৬.৯ রেটিং পেয়েছে), ইত্যাদি।

২০২৩ সালের অন্যতম হিট সিনেমা ‘টুয়েলভথ ফেল’ বিশ্বজুড়ে আয় করেছে ৬৭ কোটি টাকা। এখন চারদিকে মনোজ এবং শ্রদ্ধাকে নিয়েই চর্চা। ছবিটির নানা বিষয় উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার আলোচনায়।

‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি অদম্য ইচ্ছাশক্তির উদাহরণ। মানুষ চাইলেই যেকোনো বাঁধা অতিক্রম করতে পারে। আর এ কারণে সিনেমাটি ভারত ও বাংলাদেশে তরুণদের কাছে কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

জানা গেছে, ২০২৪ সালের অস্কারের জন্য ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি জমা দেয়া হয়েছে।

এসএ-০৩/১১/২৪(বিনোদন ডেস্ক)