৮ বছর পর ভোট দিতে এলেন কাজী মারুফ

বাবা কাজী হায়াতের হাত ধরেই রূপালি পর্দায় অভিষেক হয়েছিল তারই ছেলে কাজী মারুফের। ‘ইতিহাস’ সিনেমা, যা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর মারুফ অভিনয় করেন আরও কিছু সিনেমায়। মাঝে বেছে নেন প্রবাস জীবন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এই চিত্রনায়ক। আর ৮ বছর পর অংশ নিলেন এফডিসির ভোটে।

আজ শুক্রবার ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘অনেক সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। খুব ভালো লাগছে এমন পরিস্থিতি দেখে। মনে হচ্ছে আমরা সবাই এখানে আছি। এটি একটি উৎসব।’

উল্লেখ্য, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে আছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। দুই প্যানেলের সদস্যরা ভোটারদের আহ্বান জানাচ্ছেন ভোট প্রদানের।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। এবার মোট ভোটার সংখ্যা ৫৭১ জন।

এসএ-০৪/১৯/২৪(বিনোদন ডেস্ক)