সত্যবাদী ছেলের কারণে বিপদে বাবা!

সত্যবাদী পাগল ছেলেকে নিয়ে মহা ঝামেলায় পড়েছেন এক নেতা। ছেলের সত্যবাদিতার জন্য বারবার বিপদে পড়তে হচ্ছে তাকে। ছেলের কারণে তার রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখেও পড়েছে। আর সে কারণে ছেলেকে পরিবার থেকে সরিয়ে ফেলার কথা ভাবতে থাকে বাবা। এ নিয়ে পরিবারে তৈরি হয় জটিলতা।

এমনেই এক গল্পে নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’। আজ রবিবার থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে এনটিভিতে। এটি দেখা যাবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে।

শফিকুর রহমান শান্তনুর রচনায় ‘ঘরের শত্রু বিভীষণ’ পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। নাটকে নেতার ছেলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বাবার চরিত্রে আছেন আল মনসুর। এতে আরও অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, রোবেনা জুঁই, সাজু খাদেম, জয়রাজ, সুজাত শিমুল, এনিলা তানজুম প্রমুখ।

নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘একজন অসৎ রাজনীতিবিদের পরিবারে সত্যবাদী থাকলে কী ধরনের অসুবিধা তৈরি হয়, তা নিয়েই ধারাবাহিকটির গল্প। আশপাশে সৎ মানুষ থাকলে দুষ্ট লোকদের জন্য পরিস্থিতি কতটা অনিরাপদ হয়ে যায়, সেটাই দেখানোর চেষ্টা করেছি।’

এসএ-১৪/০৫/২৪(বিনোদন ডেস্ক)