২০১৮ সালে গুগল-এর সব থেকে সার্চড ওয়ার্ড ‘গুড’ (ভিডিওসহ)

২০১৮ সালে গুগল

• গুড থিংগস ইন দ্য ওয়ার্ল্ড

• গুড নিউজ

• হাউ টু বি আ গুড সিটিজেন

• গুড থিংগস টু ওয়াচ

• হাউ টু বি আ গুড সিঙ্গার

• হাউ টু বি আ গুড কিসার

• হোয়াট মেকস আ গুড রোল মডেল

এমনই নানা কিছু গুগল-এ সার্চ হয়েছে ২০১৮ সালে। কিন্তু সেই সার্চের মূলে ছিল একটাই শব্দ— গুড। অর্থাৎ, ভাল।

২০১৮ সালে বিশ্বজুড়ে ঘটে গিয়েছে নানা ঘটনা। যার কিছু ভালর মধ্যে রয়েছে অন্ধকারাচ্ছন্ন দিনও। সেই অন্ধকারের চাদর সরিয়ে আলোর দিশায় যাওয়ার বেশ কিছু মুহূর্ত গুগল তুলে ধরেছে একটি ভিডিওয়। দু’মিনিটের সেই ভিডিওয় দেখানো হয়েছে মায়ের ডাক শুনে এক শিশুর অনাবিল হাসি, যে জন্ম থেকেই শুনতে পেত না। তাইল্যান্ডের বিভীষিকাময় সেই ঘটনা যেখানে এক দল ছাত্রছাত্রী আটকে গিয়েছিল গুহার ভিতরে।

সারা বছরের নানা ‘ভাল’ মুহূর্তের সেই কোলাজ নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন গুগলের সিইও, সুন্দর পিচাই। মন ভাল করা সেই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

দেখুন সেই ভিডিও—

প্রসঙ্গত, #YearinSearch ও #YearinSearch2018 দিয়ে সার্চ করলেই দেখা যাচ্ছে এই ভিডিও।

আরএম-০৭/১৫/১২ (অনলাইন ডেস্ক)