অ্যাপলের ‘সিরি’র কণ্ঠস্বর নকল করে জনপ্রিয় হলেন এই নারী (ভিডিও)

কণ্ঠস্বর নকল

অ্যাপলের ভয়েস কমান্ডভিত্তিক অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’র কণ্ঠস্বর নকল করে রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন এক নারী। ভয়েসের মাধ্যমে সহায়তা করার সময় এক বিশেষ শৈলীতে কথা বলে সিরি।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই নারী যে কণ্ঠে কথা বলছেন তা সম্পূর্ণ সিরির কণ্ঠস্বরের সঙ্গে মিলে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে এই নারীর সিরির কণ্ঠ নকল করে কথা বলার ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওটি পোস্ট করার পর ১৬ মিলিয়নের বেশি বা এক কোটি ৬০ লাখের বেশি মানুষ দেখেছেন এটি। প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষ ভিডিওটি রিটুইট করেছেন। এ ছাড়া আড়াই হাজারের বেশি মন্তব্য পড়েছে ভিডিওটিতে।

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর কাউন্টির ওই নারী বলেন, ‘আমার কণ্ঠস্বর সবসময়ই বেশ ভালো। তাই আমি খুব স্বাভাবিক ভাবেই কারও কণ্ঠস্বর নকল করতে পারি।’

আরএম-৫১/২৯/১২ (অনলাইন ডেস্ক)