বরফে আটক কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসিত পুলিশ কর্মী! (ভিডিও)

বরফে আটক কুকুরের

বরফের মধ্যে আটকে থাকা একটি রাস্তার কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসিত হলেন তুরস্কের এক পুলিশের কর্মকর্তা। বরফের মধ্যে থেকে কুকুরকে উদ্ধারের সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বরফের গলা পানির মধ্য দিয়ে গিয়ে কুকুরের কাছে পৌঁছাচ্ছেন ওই পুলিশ কর্মকর্তা। তারপর বরফ ভেঙে উদ্ধার করছেন আটকে থাকা ওই কুকুর ছানাটিকে।

জানা যায়, পূর্ব তুরস্কের ভ্যান লেকের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওকটেন নামের ওই পুলিশ কর্মকর্তা। তখন তিনি দেখতে পান ভ্যান লেকের জমাট বাঁধা বরফের মধ্যে আটকে রয়েছে একটি কুকুর ছানা। সেই দেখে নিজের জীবনের ভয় করেননি তিনি। হিমশীতল পানি সাঁতরে তিনি পৌঁছে যান জমে থাকা বরফের কাছে। সেখানে নিজের হাতে বরফ ভেঙে উদ্ধার করেন আটকে থাকা কুকুর ছানাটিকে।

বরফ থেকে তুলে এনে কুকুরটির গায়ে তোয়ালে জড়িয়ে দেন তিনি। তারপর ঠাণ্ডায় কাঁপতে থাকা কুকুরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসালয়ে। অতিরিক্ত ঠাণ্ডার জেরে কুকুরটি হাইপোথার্মিয়ায় ভুগছে। ওই পুলিশের কর্মকর্তা ওকটেন বলেছেন, ‘‘আমি যখন দেখেছিলাম সেটা চূড়ান্ত মুহূর্ত ছিল। তাই কাজটা আমাকে করতেই হত।’’

বিবিসি নিউজ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি কুকুর ছানাটিকে দত্তকও নিয়েছেন এবং তার নাম রেখেছেন ‘বাজ’।

https://youtu.be/0jYiKesow_w

আরএম-০৮/০৫/০১ (অনলাইন ডেস্ক)