জুতা চুরির পিছনে অন্য রহস্য

নিজের যৌন বাসনা চরিতার্থ করার জন্য জুতা চুরি করতেন মাকোতো এনদো নামের ৪০ বছর বয়সী এক যুবক।

পূর্ব জাপানের বাসিন্দা মাকাতো তোগিচি ও সাইতামা শহর থেকে এই বিপুল পরিমাণ জুতা চুরি করেছেন তিনি।

মাকাতোর জুতা চুরির একমাত্র উদ্দেশ্য সেই সব জুতার গন্ধ শুঁকে শরীরী সুখ লাভ। জুতা বাছাইয়ের ব্যাপারে স্ত্রী-পুরুষ ভেদাভেদ রাখতেন না মাকাতো। যে কোনো লিঙ্গের জুতার দুর্গন্ধই তাকে সমান তৃপ্তি দেয় বলে জানা গেছে।

২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত মাকাতো ৭০ জোড়া জুতো চুরি করেছেন বলে জানা গেছে। জুতার গন্ধ শোঁকার জন্যই যে এই চুরি, তা মাকাতো পুলিশকে জানিয়েছেন।

তার বাড়িতে হানা দিয়ে পুলিশ এই জুতাগুলি উদ্ধার করেছে।  মাকাতো বস্তুকামিতার শিকার, এ কথা জানাচ্ছেন মনোবিদরা। আপাতত তিনি পুলিশ হেফাজতে।

এসএইচ-১৯/২৪/১৯ (অনলাইন ডেস্ক)