মোদি নিজ হাতে পরিচ্ছন্নতা কর্মীদের পা ধুইয়ে দিলেন

ভারতের প্রয়াগরাজের ঐতিহ্যবাহী কুম্ভমেলায় গিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের পা ধুইয়ে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববারের এ ঘটনা আলোচনায় এসেছে ভারত জুড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুম্ভমেলায় পৌঁছানোর পর রীতি অনুযায়ী প্রথমে সেখানে গঙ্গায় ডুব দিয়ে পুন্যস্নান সারেন তিনি ৷

এরপর করেন পুজো-অর্চনা৷ মানুষের জন্য প্রার্থণা করেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের অন্যান্য নেতারা।

পরে নিজে হাতে কুম্ভ মেলার পরিচ্ছন্নতা কর্মীদের পা ধুইয়ে দেন নরেন্দ্র মোদি ৷ কুম্ভক্ষেত্রকে যে সকল কর্মীরা প্রতিনিয়ত পরিচ্ছন্ন করে রাখছেন, তাঁদের পা ধোয়ানোর পর শাল দিয়ে মুছেও দেন ভারতীয় প্রধানমন্ত্রী৷

এর আগে মোদির আগমন উপলক্ষ্যে কুম্ভমেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়। খোদ প্রধানমন্ত্রীর কুম্ভে স্নান করায় বহু মানুষ উচ্ছসিত হন। সংবাদমাধ্যমে অনেককে বলতে শোনা যায়, এই প্রথম কোনও প্রধানমন্ত্রী কুম্ভ-স্নান করলেন। সংবাদ মাধ্যমের সামনে পাকিস্তান বিরোধী স্লোগানও তোলেন কিছু মানুষ।

এসএইচ-০৭/২৫/১৯ (অনলাইন ডেস্ক)