বরফ দিয়ে তৈরি হোটেল!

ফিনল্যান্ডে কিট্টিলা এলাকা ফিন্নিশে সম্প্রতি তৈরি করা হয়েছে একটি আইস হোটেল। এই হোটেলটি তৈরি হয়েছে শুধুমাত্র বরফ ও বরফের গুঁড়ো দিয়ে।

কেউ যদি এই হোটেলে নিজেদের বিয়ে সারতে চান সে ব্যবস্থাও রয়েছে হোটেলের মধ্যে কিংস ল্যান্ডিং নামের হলে।

উত্তর মেরুর আর্টিক সার্কেলের ১২০ মাইল উপরে ফিন্নিশে তৈরি করা হয়েছে এই ল্যাপল্যান্ড হোটেল।

৮ লক্ষ ৮০ হাজার পাউন্ড বরফ দিয়ে তৈরি করা হয়েছে হোটেলটি।

বিভিন্ন দেশের ১২ জন শিল্পী প্রায় ৫ সপ্তাহ ধরে তৈরি করেছেন গেম অফ থ্রোনসের চরিত্র সম্বলিত বরফের হোটেল।

এসএইচ-৩০/০৩/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : আনন্দবাজার)