নাক দিয়ে বই লিখেছেন!

সেরিব্র্যাল পলিসিতে আক্রান্ত তরুণ ব্রিটিশ প্রতিবন্ধী জশ নাক দিয়ে নয় বছর ধরে একটি বই লিখেছেন। জশ লিখেছেন,‘আমি বলবো এটা কেবল একজন মানুষের কাহিনী। যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও জীবনটাকে থেমে যেতে দেয়নি। বিবিসি বাংলা

প্রতিবন্ধকতা সম্বন্ধে মানুষকে সচেতন করে তুলতে তিনি লিখেছেন আত্মজীবনী। প্রথম দিকে তিনি বিশেষ যন্ত্রের সাহায্যে লিখতেন। এমনকি মাঝে মাঝে লিখে দিতেন অন্যকেউ।

জশ বলেছেন, প্রতিবন্ধী বলে তার সঙ্গে কেউ ভিন্ন আচরণ করুক তা তিনি চান না। তিনি আরো বলেন, আমি মনে করি শারীরিক অক্ষমতা থাকলে সেটা স্বাভাবিক ভাবেই নেয়া উচিত।

একজন প্রতিবন্ধী মানুষকে দেখলে অন্যরা তার সঙ্গে ভিন্ন আচরণ করতে বা বাড়াবাড়ি পর্যায় কিছু করতে হবে তার কোন দরকার নেই।

তিনি আরো বলেন, আমি মনে করতাম লেখা মানে শুধু উপরের চাকচিক্য আর নজর কাড়া। কিন্তু লেখা শেষে বুঝতে পারি একাজের কতটা মূল্য।

জশ বর্তমানে একজন খন্ডকালীন সাংবাদিক হিসেবে কাজ করেন। একটি বিনোদনমূলক খবরের ওয়েবসাইটও চালান তিনি।

এসএইচ-০৯/০৬/১৯ (অনলাইন ডেস্ক)