শুনতে সিনেমার দৃশ্য নয়! নছকই একটি ঘটনা। ব্যস্ত রাস্তার মধ্যে দ্রুতগতিতে ছুটছে যানবাহন। আর এর মধ্য দ্রুতগতিতে এঁকেবেঁকে চালানো একটি গাড়ির বনেটে ঝুলন্ত যুবক চিৎকার করছেন। বলছেন গাড়িটি থামাতে।
তারপরও সেই কথায় কান না দিয়ে আপন মনে দুই কিলোমিটার চালিয়ে যান চালক। বুধবার দুপুরে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম বলা হয়, দুপুর ২টা। গাজিয়াবাদের রাস্তায় একটি গাড়ি ধাক্কা মারে অন্য একটি গাড়িতে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে হাজির হয় পুলিশ। দুটি গাড়িকেই রাস্তার পাশে রাখতে বলা হয়।
তবে ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক পুলিশের নির্দেশ মানলেও ঘাতক গাড়িটি তা শোনেনি। ওই গাড়ির চালক গাড়ি নিয়ে পালাতে চাইলে বনেট ধরে ঝুলে পড়েন ক্ষতিগ্রস্ত গাড়ির চালক। এই অবস্থায় গাড়িটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়।
তারপরও হাল ছাড়েনি ওই যুবক। প্রাণ সংশয়ে থাকলেও ঝুলতে থাকেন তিনি। যদিও শেষ পর্যন্ত ওই যুবক বেঁচে গেছেন। এমনকি তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক বাইক নিয়ে তাড়া করে ওই গাড়িটিকে থামান। তার পর ওই যুবক বনেট থেকে নামেন। এরপর অভিযুক্ত ওই গাড়ি চালককে আটক করে পুলিশ।
https://youtu.be/TLz7pZHaKuc
এসএইচ-১৫/০৮/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : এনডিটিভি)