বিমানবন্দরের ভেতরেই বন-ঝরনা! (ভিডিওসহ)

বিমানবন্দরের ভেতরেই

বিমানবন্দরের ভেতরেই বন আর ঝরনার কথা কি ভাবা যায়? হ্যাঁ, এমনই অভাবনীয় দৃষ্টিনন্দন বন আর ঝরনার দেখা মিলবে সিঙ্গাপুরের জুয়েল চেংগি বিমানবন্দরে।

যাত্রীদের সময় কাটানো ও বিনোদনের জন্য এমন অভাবনীয় কাজ করেছে বলে জানিয়েছে জুয়েল চেংগি বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের ভেতরেই তারা তৈরি করেছে পাঁচতলা উচ্চতার চোখধাঁধানো কাচের ডোম এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ ইনডোর ঝরনা। এর সঙ্গে রয়েছে হাজারখানেক গাছের দৃষ্টিনন্দন পার্ক।

আর সকল প্রতীক্ষা শেষে আগামী ১৭ এপ্রিল এই দৃষ্টিনন্দন বিমানবন্দরটি সকলের জন্য খুলে দেয়া হবে।

আরএম-০১/১২/০৪ (অনলাইন ডেস্ক)