নকল সিংহ ধরতে রাস্তায় নামলেন জাপানীরা

হিংস্র প্রাণী হিসেবে পরিচিত সিংহকে বলা হয় বনের রাজা। চিড়িয়াখানায়ও প্রাণীটি প্রদর্শন করা হয়ে থাকে। কিন্তু কখনো যদি এই সিংহ খাঁচা ভেঙে বেরিয়ে এসে শহরের প্রধান সড়কে হাটাহাটি শুরু করে, তাহলে স্বাভাকিভাবেই জনমনে আতঙ্ক শুরু হবে। কারণ হিংস্র এই জন্তু যেকোনো সময় যে কাউকে আক্রমণ করতে পারে।

এমন পরিস্থিতি সামলাতে করণীয় সম্পর্কে জাপানের টোবি জাদুঘর প্রশিক্ষণ দিচ্ছে এহিমে শহরে৷ কিন্তু প্রশিক্ষণ দিতে তো আসল সিংহকে রাস্তায় ছাড়া যায় না। তাই তারা সিংহ বেশে একজন মানুষকেই হাজির করেছে ব্যস্ত রাস্তায়।

সেই নকল সিংহ রাস্তায় নেমে বনের পশুর মতো আচরণ করলেন৷ আক্রমণ চালালেন উদ্ধারকর্মীদের ওপর৷ কিন্তু ঘায়েল করার কৌশলটাও চিড়িয়াখানা কর্মীদের জানা৷ তাই নিজেদের দক্ষতা আরেক দফা ঝালিয়ে নিলেন তারা৷

ঘটনাটি বন্দি করেছে, স্থানীয় এক সংবাদ মাধ্যম৷ আর সেটি অনলাইনে পোস্ট করতেই, হিড়িক লেগেছে ভিডিওটি দেখার৷ শনিবার অনলাইনে আসার পর, এখন পর্যন্ত ৪৩ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন৷

মজার ব্যাপারা হচ্ছে, এই প্রশিক্ষণ ভিডিওর এক ফাঁকে দেখা যাবে, বনের আসল সিংহকে৷ মনে হচ্ছে, তাকে ধরার কৌশলটি বেশ গুরুত্ব দিয়েই বোঝার চেষ্টা করছি সিংহটি৷

এসএইচ-২৮/২৫/১৯ (অনলাইন ডেস্ক)