পেঁয়াজের মালা পরে সভায় এমপি

বাংলাদেশের মতো ভারতেও পেঁয়াজের দাম আকাশ ছুঁতে শুরু করেছে। দেশটিতে পেঁয়াজের বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মতোই ক্ষেপেছেন বিহারের বিধানসভার বিরোধী দল আরজেডির বিধায়ক (এমপি) শিবচন্দ্র রাম। দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে বুধবার পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় যোগদেন তিনি।

প্রভাবশালী বিধায়ক শিবচন্দ্র রামের অভিযোগ, পেঁয়াজের দাম বাড়তে থাকায় মানুষে স্বাভাবিক খাদ্য গ্রহণ ব্যাহত হচ্ছে। সাধারণত সারাবছরই পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে থাকে।

এবার সেটা বেড়ে হয়েছে ৮০ টাকা। আর আমি এই মালা বানানো পেঁয়াজগুলো কিনেছি ১০০ টাকা কেজিতে।

তিনি বলেন, আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই মালা দেখুক। মালা দেখেও যদি তিনি কোন উদ্যোগ নেন। গরিবদের জন্য ১০ টাকা কেজি মূল্যে পেঁয়াজ দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এদিকে টনকে টন পেঁয়াজ আমদানি করেও বাংলাদেশের বাজারে রসনাবিলাসের অন্যতম এই অনুসঙ্গের দাম কিছুতেই কমছে না। বুধবার বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ছিলো ২০০ থেকে ২৫০ টাকা।

এসএইচ-১৭/২৮/১৯ (অনলাইন ডেস্ক)