বাঘের সঙ্গে সাক্ষাৎ!

মঙ্গলবার সকালেই বাঘের মুখোমুখি হলেন দুই গ্রামবাসী। আর তার ফলে ভারতের ঝাড়গ্রামের বিনপুরে বাঘের আতঙ্ক আরও বড় রূপ নিল। এদিন সকালে বিনপুর থানার পাথরচাকরি গ্রামে বাঘটি পৃথকভাবে দুজায়গায় দেখতে পান দুজন। এক প্রৌঢ়ের দাবি, সকালে তিনি যখন সাইকেল সারাচ্ছিলেন তখন বাঘটি দেখতে পান।

তার কিছুক্ষণ পরে আরও এক ব্যক্তিও বাঘটিকে রাস্তা পেরতে দেখেন বলে দাবি করেছেন। গ্রামের বেশ কিছু এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। তবে দুজনেরই কথাতেই স্পষ্ট বাঘটির আকার বেশি বড় নয়। তার ফলে বনকর্মীদের প্রাথমিক অনুমান, এই বাঘটি গত বছর লালগড়ে মৃত্যু হওয়া বাঘটির চেয়ে বয়সে ছোট।

বাঁকুড়ার বারিকুল থানার খেজুরখান্না গ্রামেও বাঘের পায়ের ছাপ মিলেছে। তবে খেজুরখান্না এবং বিনপুরে একই বাঘের পায়ের ছাপ বলে জানিয়ে দিয়েছে বন দপ্তর।

ঝাড়গ্রামের কিছু জায়গায় একসঙ্গে দুটি বাঘের পায়ের ছাপ এবং আরও ছোট কয়েকটি পায়ের ছাপ মেলায় বনকর্মীদের অনুমান, বাঘটির সঙ্গে বাঘিনী এবং শাবকও আছে। বাঘের আতঙ্কে ঝাড়গ্রামের রাস্তা, বাজার, সন্ধ্যা নামতেই প্রায় জনমানবহীন।

বন অধিদপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে জঙ্গলে যেন কেউ না যান। রাতেও বাড়িতেই যেন থাকেন বাসিন্দারা। ইতিমধ্যেই বাঘ ধরতে খাঁচা পাতা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়ার জঙ্গলজুড়ে ১০টি ট্র‌্যাপ ক্যামেরা লাগানোর কাজ মঙ্গলবার থেকে হবে বলে জানিয়েছে বন দপ্তর। প্লাস্টার অফ প্যারিস দিয়ে পায়ের ছাপের নমুনা সংগ্রহ করছেন বিশেষজ্ঞরা।

এসএইচ-১৪/০৮/২০ (অনলাইন ডেস্ক)