প্রশ্ন করায় অতিরিক্ত টাকা নিল রেস্তোরাঁ!

রেস্তোরাঁয় খেতে গিয়েছেন। সেখানে খাবার অর্ডার দেওয়ার সময় প্রশ্ন করলেন। সেই প্রশ্নে যদি বুদ্ধিমত্তা না থাকে, তা যদি হয় বোকা বোকা তাহলে তার জন্য টাকা দিতে হবে রেস্তোরাঁকে!

অবাক হবেন না। সম্প্রতি এ রকমই ঘটনা ঘটেছে আমেরিকার ডেনভারের একটি রেস্তোরাঁতে।

সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

ডেনভারের টমস ডিনার নামের ওই রেস্তোরাঁতে সম্প্রতি খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে খাওয়াদাওয়ার পর বিল দেখে চমকে গিয়েছিলেন তিনি। সেই বিলে দেখা যাচ্ছে, ‘একটি বোকা প্রশ্ন’-এর জন্য তাকে চার্জ করা হয়েছে ৩৮ সেন্ট।

তবে এই প্রথম নয়। ১৯৯৯ থেকেই ওই রেস্তোরাঁতে চলে আসছে এই প্রথা চলে আসছে বলে জানিয়েছেন সেখানকার জেনারেল ম্যানেজার হান্টার ল্যান্ড্রি।

তিনি এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার কাকা টম মেনেসা এই প্রথা চালু করেছিলেন।

এসএইচ-০৬/১৬/২০ (অনলাইন ডেস্ক)