সেলফি তুলতে গিয়ে….

নতুন প্রজন্মের কাছে সেলফির বাড়বাড়ন্ত বিপদ ডেকে আনছে। ঘাতক হয়ে উঠছে সেলফি। এই সেলফি তোলার নেশায় জলপাইগুড়িতে প্রাণ হারালেন এক ছাত্রী। রেলব্রিজে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তাঁর। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

রেল পুলিশ সূত্রে খবর, রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ময়নাগুড়ির একটি কোচিং সেন্টার থেকে ছাত্রছাত্রীরা ওদলাবাড়ি এলাকায় ঘুসি নদীর ধারে পিকনিক করতে যায়।

২১ বছরের ওই ছাত্রী তাঁর এক বান্ধবীর সঙ্গে রেলব্রিজে উঠে সেলফির নেশায় মেতে ওঠেন। এমনকী পরপর সেলফি তুলতে এত আত্মহারা হয়ে পড়ে ছাত্রীটি যে পেছনে ট্রেন আসছে তা খেয়ালই করেনি।

পেছন থেকে আলিপুরদুয়ারগামী প্যাসেঞ্জার ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থল থেকে ছিটকে নদীতে পড়ে ওই ছাত্রী। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার। শেষ মুহূর্তে ট্রেন এসে পড়েছে বুঝতে পেরেই সেতু থেকে নদীর জলে ঝাঁপ দেন আরও এক ছাত্রী।

গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিত্‍সাধীন। পুলিশ অবশ্য এই ঘটনার তদন্ত করে দেখবে বলে জানিয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে খবর।

এসএইচ-০২/২৮/২০ (অনলাইন ডেস্ক)