পাসপোর্ট খেয়ে ফেলল বাড়ির পোষা কুকুর কিম। শুধু পাসপোর্টই না, বিমানের টিকিটও খেয়ে সাবাড় করে দিয়েছে কুকুরটি।
নিউজ এইটিন জানায়, তাইওয়ানে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি জানুয়ারির শুরুতে ঘটলেও এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভুক্তভোগী নারীই সেই ছবিটি পোস্ট করেন।
চীনে ইউহান শহরে থাকতেন ওই নারীর। কিন্তু বিমানে চড়ার আগে পাসপোর্ট এবং টিকিট দুইটিই খেয়ে ফেলেছে তার কুকুর।
গোল্ডেন রিট্রিভার জাতের কুকুরটির নাম কিম। তার এমন কাণ্ডের জন্য ইউহানে যাওয়া হলো না তার মালিকের।
এই মুহূর্তে করোনাভাইরাসের কারণে অবরুদ্ধ পুরো ইউহান শহর। শহরটির অসংখ্য মানুষ প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত। এজন্য কিমকে ধন্যবাদও জানিয়েছেন ওই নারী।
এসএইচ-১৬/৩০/২০ (অনলাইন ডেস্ক)