একসঙ্গে ৬৫ বছর, একই দিনে মৃত্যু দম্পতির

In this November 2019 photo provided by Sue Wagener shows Jack and Harriet Morrison. The couple who had been together for nearly 65 years have died on the same day at a St. Louis area nursing home. The Morrison's beds were placed next to each other in their final hours, allowing them to hold hands, the†St. Louis Post-Dispatch†reports.†86 year-old Jack died first. Harriett, who was 83, died later on Jan. 11 2020.†(Photo Courtesy Sue Wagener via AP)

জীবনের প্রায় ছয় দশকের বেশি সময় ধরে একসঙ্গে কাটিয়েছেন তারা। দীর্ঘ সময় হাত ধরে জীবন পার করে শেষ পর্যন্ত একই দিনে মারা গেলেন তারা। সোমবার ওই দম্পতির মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে।

তাদের দু’জনকে পাশাপাশি কবর দেওয়া হবে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকার ওয়াদি ঘালেইলা শহরে বাস করতেন ওই দম্পতি।

১০৭ বছর বয়সী গাজি আলি গাজি তার স্ত্রী শাইখা সুলাইমান আল হাবাসের (৯০) মৃত্যুর সাড়ে ১২ ঘণ্টা পরেই মারা গেছেন। এই বয়স্ক দম্পতির মৃত্যুর পর তাদের পরিবারের এক সদস্য বলেন, আমি খুবই শোকাহত। কিন্তু আমি এটা জানি যে, তারা খুব শান্তিতে আছেন এবং তারা আবার একসঙ্গে হবেন।

শাইখা স্থানীয় সময় সোমবার ভোর ৪টায় মারা যান। এরপর সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তার স্বামী গাজি আলি গাজির মৃত্যু হয়েছে।

বেঁচে থাকাকালীন খুব কম সময়ই আলাদা থেকেছেন এই দম্পতি। ওই দম্পতির নাতি মোহাম্মদ আলি আল সেহি বলেন, তার দাদা বয়স্ক হয়ে যাওয়ায় বেশি কিছু রোগে ভুগছিলেন। তিনি অচেতন ছিলেন বলে তার স্ত্রীর মৃত্যুর কথা তাকে জানানো হয়নি।

তাদের মৃত্যুতে পুরো পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে। তাদের বড় মেয়ের বয়স ৬৫ এবং বড় ছেলের বয়স ৬০ বছর।

এসএইচ-২৩/০৪/২০ (অনলাইন ডেস্ক)