গর্ভবতীর আদলে পুতুল বাজারে

ফেসবুকে সমালোচনার ঝড় বইছে কারণ এধরনের পুতুল যেটির পেটে বাচ্চা রয়েছে এবং কিশোরীরা গর্ভবতী হওয়ার বিষয়টিকে হাল্কাভাবে নিতে পারে। দি সান

বিক্রেতারও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন এধরনের পুতুল তারা বিক্রি করবেন কী না তা নিয়ে।

পুতুলটির দাম রাখ হয়েছে ৩.৮৯ পাউন্ড।

প্রতিক্রিয়া দেখিয়ে ক্রেতাদের অনেকে বলছেন অনেক কিশোরী বা বালিকা এধরণের পুতুল দেখে গর্ভবতী হয়ে উঠতে মনস্তাত্তি¦কভাবে অনুপ্রাণিত হতে পারে।

এমন পুতুল বালিকা বা কিশোরীদের জন্যে অনেক আগেভাগেই বিষয়টি নিয়ে ভাবাবে বলেও অনেকে সমালোচনা করছেন।

এক দোকানদার ফেসবুক গ্রুপে মন্তব্য করেছেন এটি খুবই ভুল সিদ্ধান্ত।

আরেকজন দোকানদার বলেছেন, শিশুদের শিশুর মতই থাকতে দেয়া উচিত। কেন তাকে এত আগেই সন্তান নিয়ে ভাবতে হবে। এটা খুবই ভুল ধারণা।

এক মা বলেছেন, হ্যা কেউ যদি গর্ভবতী হন তাহলে তার ছোট ছেলেমেয়েকে বুঝাতে হয়ত এধরণের পুতুল ব্যবহার করা যায়। এছাড়া আর কোনো ব্যবহার রয়েছে এমন পুতুলের আমার তা মনে হয় না।

এসএইচ-১৫/২৯/২০ (অনলাইন ডেস্ক)