রাস্তায় থুতু ফেললেই জরিমানা

এখন থেকে বাইরে থুতু ফেললে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে আর দিতে হবে জরিমানাও। বুধবার (১৫ এপ্রিল) থেকে ভারতে চালু হলো এমন আইন।

এ দিকে করোনার মোকাবিলায় দেশটিতে চলছে লকডাউন। এই অবস্থায় বিপাকে খেটে খাওয়া মানুষ। তাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল ২০ এপ্রিলের পর কৃষি, তথ্য প্রযুক্তি এবং ই-কমার্সে ছাড় দেওয়া হবে।

২০ এপ্রিলের পর থেকে ধাপে ধাপে শুরু করা হবে অন্তঃরাজ্য পরিবহণও।

কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাম্য এলাকায় কনস্ট্রাকশন কাজ চালিয়ে যাওয়া যাবে।

শহরাঞ্চলে কনস্ট্রাকশন জারি রাখা যাবে তখনই যখন কর্মরত শ্রমিকরা অনসাইটেই যদি থাকেন। এ ছাড়া দুধ, দুগ্ধজাত দ্রব্য, পল্ট্রি, চা, কফির উৎপাদনে ছাড় দেওয়া হবে। তাতে অনেকের মুখে স্বস্তির ছায়া।

এসএইচ-০৬/১৫/২০ (অনলাইন ডেস্ক)