হাসপাতালের প্রতি কক্ষে মৃতদেহ, কান্নায় ভেঙে পড়লেন নার্স

করোনার প্রকোপে নাজেহাল অবস্থা গোটা বিশ্বের। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। আক্রান্তও প্রচুর। এ ব্যাপারে অন্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে টেক্কা দিয়েছে।

নিউইয়র্ক তো এখন মৃত্যুপুরী। সেই মৃত্যুপুরীর এক হাসপাতালের নার্সই মর্মান্তিক পরিস্থিতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন একটি ভিডিও। যে ভিডিওতে কান্না বিজড়িত কণ্ঠে নার্স তুলে ধরলেন তাঁর অভিজ্ঞতার কথা।

এক ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, ডিনিল সমেল নিউইয়র্কের একটি নার্সিং হোমে বহুদিন ধরে কর্মরত। ডিনিল নিজের সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইলে জানালেন, ‘আর পারছি না। হৃদয় ভেঙে গিয়েছে আমার। নার্সিংহোমের যে রুমেই যাচ্ছি, সে রুমেই রাখা রয়েছে মৃতদেহ। পরিবারকে আর বলতে পারছি, যে আপনার প্রিয় মানুষটি আর নেই। রোজ রোজ ভেঙে যাচ্ছি একটু একটু করে।’

শুধু তাই নয়, ডিনিল আরও বলেন, ‘যখনই কোনও রোগী আসছে তখনই ভয়ে বুক কেঁপে উঠছে। ভাবছি, এও কী মারা যাবে? নিজের জন্যও ভয় লাগছে। কত রাত হলো বাড়ি ফিরি না। ফোনেই শুধুই বাড়ির লোকের সঙ্গে কথা। এই মৃতদের সঙ্গে বসবাস আর ভাল লাগছে না।’

নিজের প্রোফাইলে এই অভিজ্ঞতার কথা শেয়ার করে নার্স ডিনিল লিখলেন, ‘করোনা ভাইরাস মারাত্মক। এর সঙ্গে লড়তে গিয়ে হাঁপিয়ে গিয়েছি। জানিনা এর শেষ কবে।’

এসএইচ-২১/২৬/২০ (অনলাইন ডেস্ক)