সোনার কাঁচি দিয়ে চুল কাটলেন নাপিত!

করোনা ভাইরাসের কারণে লকডাউনে একটানা ৯৮ দিন বন্ধ ছিল সেলুন। অবশেষে আজ থেকে সেলুন এবং পার্লার খোলার অনুমতি মিলেছে৷

আর দীর্ঘ দিন পর দোকান খোলার আনন্দে ভারতের মহারাষ্ট্রের এক সেলুন মালিক প্রথম গ্রাহকের চুল কাটার জন্য সোনার কাঁচি তৈরি করে এনেছিলেন৷ ১০ ভরি সোনা দিয়ে কাঁচিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ওই সেলুন মালিক৷

জানা গেছে, মহারাষ্ট্রের কোলহাপুরের একটি সেলুনের মালিক এই কাণ্ড ঘটিয়েছেন৷ সেলুন মালিক রামভাউ সঙ্কপাল তিন মাস পরে দোকান খোলায় এতটাই খুশি যে গ্রাহককে ভগবান রূপে মনে করে সোনার কাঁচি দিয়ে চুল কাটার সিদ্ধান্ত নেন৷

রামভাউয়ের কথায়, তিন মাস ধরে উপার্জন পুরোপুরি বন্ধ ছিল৷ এবার লকডাউন ওঠায় পরিস্থিতি ধীরে ধীরে হলেও স্বাভাবিক হবে এই আশাতেই সোনার কাঁচি দিয়ে চুল কাটার সিদ্ধান্ত নেন তিনি৷

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে রামভাউ বলেন, ‘সেলুন বন্ধ থাকায় গত তিন মাসে অনেক সেলুন মালিকই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন৷

সেই দুঃসময় শেষ হয়ে নতুন করে সেলুন খোলার মুহূর্তটিকেই তাই তিনি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন৷ নিজের সঞ্চিত অর্থ থেকেই তিনি দশ ভরি সোনা দিয়ে এই কাঁচি তৈরি করেছেন বলে দাবি তার।

এসএইচ-১৪/০১/২০ (অনলাইন ডেস্ক)