৫০ ভেড়া-ছাগল কোয়ারেন্টাইনে

ভারতের কর্ণাটকের টুমাকুরু জেলের গোড়েকেড়ে গ্রামে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছে বেশকিছু ভেড়া ও ছাগলের। পাশাপাশি এক রাখাল, যার কাজই ছিল ওইসব ছাগল-ভোড়া চরানো তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ছে।

রাজ্যে পশুপালন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই রাখাল যেসব ভেড়া-ছাগল চরাতেন তাদের মধ্যে কয়েকটির শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এর ফলে করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।

ভেড়া, ছাগলের করোনা হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। তবে ওই গ্রামের বাসিন্দাদের ধারণা, ওইসব ভেড়া, ছাগলেরও করোনা হয়েছে।

পরিস্থিতি খারাপ দেখে গ্রামবাসীরা রাজ্যের মন্ত্রী জে সি মধুস্বামীর সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রীর নির্দেশ মতোই ওই গ্রামে আসেন রাজ্যে পশুপালন বিভাগের চিকিৎসকরা। পশু চিকিৎসকদের সন্দেহ, ওইসব ভেড়া-ছাগল PPR নামে একটি রোগে ভুগছে। সাধারণভাবে ওই রোগকে বলা হয় গোট প্লেগ।

পরীক্ষার জন্য ওইসব পশুর দেহ থেকে নমুনা নিয়ে তা পাঠানো হয়েছে ভোপালের একটি সরকারি ল্যাবে।

এসএইচ-১৯/০১/২০ (অনলোইন ডেস্ক)