কমানো হলো ভারতের এমপিদের বেতন

এবার এমপিদের বেতনও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর আগে দেশটির মন্ত্রীদেরও বেতন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

মঙ্গলবার এমপিদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল-২০২০ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ভারতীয় লোকসভা।

আগামী এক বছর এমপিদের বেতন-ভাতার অংশটি চলমান করোনা ভাইরাসের কারণে জরুরি হয়ে ওঠা বিভিন্ন খাতে ব্যয় করার প্রস্তাব দেয়া হয়েছে এ বিলে।

চলতি বছরের শুরুর দিকে দেশটির মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয় লোকসভায়। গত ১ এপ্রিল থেকে শুরু করে এক বছর মন্ত্রীদের বেতন কাটার কথা বলা হয়েছে বিলটিতে।

ভারতের কেন্দ্রীয় প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকার গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়াহ নাইড়ু এবং গভর্নরেরাও তাদের বেতন ৩০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন।

এসএইচ-০৬/১৭/২০ (অনলাইন ডেস্ক)