দোকান চালাতে দৈনিক হাজার মাইলেরও দূরে যান

টালিয়া এলিস। অস্ট্রেলীয় এই নারী তার পরিবার নিয়ে থাকেন নিউ সাউথ ওয়েলসে। সেই জায়গা থেকে তিনি প্রতিদিন এক হাজার মাইলের বেশি দূরের স্থান কুইন্সল্যান্ডে যান।

শুধু একটি দোকান চালানোর জন্য তাকে প্রতিদিন এতটা পথ পাড়ি দিতে হয়।

এলিস পরিবার নিয়ে নিউ সাউথ ওয়েলসে নিজেদের একটি খামারে থাকেন।

আর কুইন্সল্যান্ডের জনবিরল একটা স্থানে তাদের একটি মদের দোকান রয়েছে।

সবচেয়ে সংক্ষিপ্ত পথে গেলেও খামারবাড়ি থেকে তার দোকানের দূরত্ব ১ হাজার ২০০ মাইল (১ হাজার ৮০০ কিলোমিটার)। টালিয়া এলিস একজন অভিজ্ঞ পাইলটও। তাই তিনি অনায়াসে ছোট আকৃতির নিজস্ব উড়োজাহাজ চালিয়ে তার দোকানে যান।

এসএইচ-২০/১৮/২০ (অনলাইন ডেস্ক)