নারিকেলের সংকট বোঝাতে গাছে উঠে ভাষণ দিলেন মন্ত্রী

দেশজুড়ে নারিকেলের তীব্র সংকট। তাই লোকজনকে নারিকেলের সংকট বোঝাতেই নারিকেল গাছে উঠে ভাষণ দিয়েছেন অরুন্দিকা ফার্নান্দো নামে শ্রীলঙ্কার এক মন্ত্রী।

মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় শিল্প এবং অভ্যন্তরীণ ব্যবহারের জন্য দেশজুড়ে যে পরিমাণ নারিকেলের প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না।

দেশজুড়ে র্ব্তমানে ৭০০ মিলিয়ন নারকেলের সংকট দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, নারিকেলের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি তা বিদেশেও রফতানি করা সম্ভব হবে।

অরুন্দিকা ফার্নান্দো বলেন, দেশে নারিকেলের সংকট থাকলেও সরকার দাম কমানোর পরিকল্পনা করছে। সরকার চাচ্ছে খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে।

এসএইচ-১৭/১৯/২০ (অনলাইন ডেস্ক)