সন্তানদের জন্য সারারাত প্রার্থনা

নাইজেরিয়ার একটি স্কুল থেকে চারশ শিক্ষার্থী অপহরণের একদিন পরও তাদের কোনো খোঁজ মেলেনি। কানকারা এলাকার সরকারি বিজ্ঞান স্কুলটির সামনে সারারাত প্রার্থনায় কাটিয়ে দিয়েছেন উদ্বিগ্ন অভিভাবকরা।

শুক্রবার রাতে স্কুলে বন্দুকধারীরা হামলা চালায়। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পাল্টা গুলিবর্ষণ করে। এতে কিছু শিক্ষার্থী সুরক্ষার জন্য দৌঁড়ে পালিয়ে যায়।

পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ জানিয়েছেন, স্কুলটিতে ছয় শতাধিক শিক্ষার্থী ছিল। প্রায় চারশ শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ বা অপহৃত শিক্ষার্থীদের খোঁজে পুলিশ, সেনাবাহিনী ও বিমান বাহিনী কাজ করছে।

আবু বকর লাওয়াল নামে এক অভিভাবক বলেন, ‘গতকাল থেকে আমি এখানে। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সন্তানদের ফিরিয়ে দেন।’

মুর্জা মোহাম্মদ নামে আরেক অভিভাবক বলেন, ‘সরকার যদি আমাদের সহযোগিতা না করে, তাহলে আমাদের সন্তানদের উদ্ধার করার কোনো ক্ষমতা আমাদের নেই।’

শিক্ষার্থীদের উদ্ধার তৎপরতা নিয়ে প্রেসিডেন্টের দপ্তর এখনও কিছু জানায়নি।

এসএইচ-১২/১৮/২০ (অনলাইন ডেস্ক)