ভিন ধর্মে বিয়ে, অসুস্থ হয়েও হোটেলে কক্ষ পেলেন না দম্পতি

ভিন্ন ধর্মে বিয়ে করার কারণে ভারতের পশ্চিমবঙ্গে এক দম্পতিকে হোটেলে কক্ষ বরাদ্দ দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী মুসলিম যুবক তৌসিফ।

বর্ধমানের যুবক তৌসিফের ফেসবুক পোস্টের সূত্র ধরে ভারতের গণমাধ্যমগুলো জানায়, একজনের আমন্ত্রণে স্ত্রী জয়ন্তীকে নিয়ে হুগলিতে পিকনিক করতে যান তিনি। হঠাৎ তার স্ত্রী জয়ন্তী অসুস্থ হয়ে পড়েন। সে কারণে স্ত্রীকে নিয়ে হুগলির চুঁচুড়ার গোবিন্দনগরে সুলেখা লজে যান তৌসিফ।

বিয়ের সার্টিফিকেট দেখিয়ে তারা কক্ষভাড়া চাইলে দিতে অস্বীকার করে লজ কর্তৃপক্ষ। তাদের বিয়ের সার্টিফিকেট বৈধ নয় বলেই দাবি করে তারা। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়। পরে বাধ্য হয়ে অন্য হোটেলে যান ওই দম্পতি।

জানা গেছে, কিছুক্ষণ পর জয়ন্তীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাতেই তারা ফিরে যান বর্ধমানে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে লজ কর্তৃপক্ষের সমালোচনা করেন নেটিজেনরা।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে লজ কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ওই দম্পতি বিয়ের কোনো নথি দেখাতে রাজি হননি। সে কারণেই কক্ষ দেয়া হয়নি। কক্ষ না দেয়ায় জেরে তৌসিফ রীতিমতো তাণ্ডব করেন।

জানা গেছে, তৌসিফ একজন গুণী শিল্পী। অনেক বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত তিনি। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছে তাদের।

এসএইচ-০৭/১১/২১ (অনলাইন ডেস্ক)