১০৪ বছর বয়সী নারীর দু’বার করোনা জয়

করোনায় বিশ্বে একদিনে ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলে টানা কয়েকদিন ধরে কোভিডে আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা ৪ হাজারের নিচে নামছেই না।

আক্রান্তের সংখ্যাও এক লাখের কাছাকাছি। তবে প্রাণহানি কিছুটা কমলেও, একদিনে ১ লাখ ৩১ হাজারে বিশ্বে সর্বাধিক শনাক্ত ভারতে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশা, সব রাজ্যে সমানভাবে টিকা কার্যক্রম চালানো গেলে কমে আসবে সংক্রমণ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতেও পরিস্থিতি বেগতিক। এ অবস্থায় কলম্বিয়ায় ১০৪ বছর বয়সী এক নারী দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

দিনদিন ব্রাজিল যেন মৃত্যুপুরী হয়ে উঠছে। কোভিডে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে লাতিন দেশটি। বৃহস্পতিবারও একদিনে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত এক লাখের কাছাকাছি।

হাসপাতালগুলোতে মিলছে না সেবা। তিন শতাংশের কম মানুষ এখন পর্যন্ত ভ্যাকসিনের আওতায় এসেছেন। অ্যামাজনের দেশে তাই এখন অক্সিজেন সংকট।

যুক্তরাষ্ট্রে এক হাজারের মতো মানুষ একদিনে মারা গেছেন। শনাক্ত ৮০ হাজার।

ভারতে এক লাখ ৩১ হাজার মানুষ একদিনে আক্রান্ত। যা বিশ্বে সর্বাধিক। মারা গেছেন প্রায় এক হাজার মানুষ। এ অবস্থায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভ্যাকসিন উৎপাদনে সংকট থাকলেও, তারা চেষ্টা চালাচ্ছেন সবাইকে টিকার আওতায় আনতে।

ইউরোপের দেশগুলোর মধ্যে পোল্যান্ডে মারা গেছেন প্রায় এক হাজার করোনা রোগী। সাম্প্রতিক সময়ে সেখানে পরিস্থিতি জটিল হচ্ছে। এছাড়া তুরস্কে বেড়েছে সংক্রমণ। একদিনেই শনাক্ত ৫৬ হাজারের মতো।

চারিদিকে নেতিবাচক খবরের মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ১০৪ বছর বয়সী এক বৃদ্ধা দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন। তার করোনা জয় আশার আলো দেখাচ্ছে।

এ প্রসঙ্গে তার চিকিৎসক ডা. ইয়ামিত নিও হুরতাদো বলেন, টানা ২১ দিন তিনি হাসপাতালে কাটিয়েছেন। তার দ্বিতীয়বার করোনা হয়। তাকে চিকিৎসা দেয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল।

এই বৃদ্ধা ১৯১৬ সালের ১৪ই জুলাই জন্মগ্রহণ করেন। কোভিড জয় করে এখন তিনি স্বাভাবিক জীবন-যাপন করছেন।

এসএইচ-৪৩/০৯/২১ (অনলাইন ডেস্ক)