২ মাথা, ৩ হাতওয়ালা শিশুর জন্ম

ভারতের ওড়িশায় রোবাবার বিরল যমজ শিশুর জন্ম দিয়েছেন এক নারী। কেন্দ্রাপাড়া জেলার একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া জোড়া লাগানো মেয়ে শিশু দুটির ২টি মাথা ও ৩টি হাত রয়েছে।

পরে শিশু দুটিকে উন্নত চিকিৎসার জন্য কটক শিশু ভবনে স্থানান্তর করা হয়েছে।

কেন্দ্রাপাড়ার জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. দেবাশীষ সাহু বলেছেন, ‘এ জাতীয় শিশুদের বেঁচে থাকার এবং সাধারণ জীবনযাপনের সম্ভাবনা খুব বিরল।

শিশু দুটির বুক এবং তলপেট জোড়া লাগানো।

কোনো নারীর গর্ভের ভ্রূণ সঠিকভাবে বিকাশ না ঘটলে এমনটা হয়ে থাকে। দশ লাখে এমন ঘটনা একটি দেখা যায়।’

এসএইচ-০৭/১৩/২১ (অনলাইন ডেস্ক)