মানুষের ব্যবহৃত মাস্ক দিয়ে বানানো হচ্ছে বিছানার তোশক!

বিশ্বে করোনা আবির্ভাবের পর থেকেই মাস্কের ব্যবহার বেড়েছে বিশ্ববাসীর কাছে। এদিকে ভারতে দেখা গেছে মানুষের ব্যবহৃত সেই মাস্ক দিয়ে বানানো হচ্ছে গদি ও তোশক।

রাস্তা ও ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে নেয়া মাস্ক দিয়ে তৈরি করছেন সেগুলো। এর ফলে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে এমন একটি অসাধু চক্রের সন্ধান পায় সেখানকার পুলিশ। মহারাষ্ট্রের জলগাঁও এলাকার একটি কারখানায় ওসব মাস্ক দিয়ে গদি, পাপোস ও বিছানার তোষক বানানো হচ্ছিল।

খবর পেয়ে ওই চক্রের সন্ধানে নামে পুলিশ। এরপর কারখানার মালিক আমজাদ আলি মনসুরিকে গ্রেফতার করা হয়।

এদিকে, সংক্রমণের ঝুঁকি বিবেচনায় করোনাবিধি মেনে তখনই মাস্কের স্তূপে আগুন জ্বালিয়ে দেয় পুলিশ। কারখানা মালিক আমজাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

এসএইচ-১৮/১৫/২১ (অনলাইন ডেস্ক)