মাস্ক পরার সিদ্ধান্ত বাতিল করলো ইসরায়েল

উন্মুক্ত স্থানে বাধ্যতামূলক মাস্ক পরার সিদ্ধান্ত বাতিল করেছে ইসরায়েল। একইসঙ্গে দেশটি রোববার থেকে সব স্কুল খুলে দেওয়াসহ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে।

৯৩ লাখ নাগরিকের ৫৪ শতাংশকে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শেষ করেছে ইসরায়েল। সম্প্রতি দেশটিতে সংক্রমণের হারও হ্রাস পেয়েছে।

গত বছর সংক্রমণ বাড়ায় বাইরে বা উন্মুক্ত স্থানে বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে পুলিশ নামানো হয়েছিল।

রোববার থেকে উন্মুক্ত স্থানে মাস্ক পরার সিদ্ধান্ত বাতিল করলো ইসরায়েল। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরে জনসাধারণের চলাচল বা জমায়েত স্থানে মাস্ক পরতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের কিন্ডারগার্টেন, প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্লাসে ফিরেছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুলগুলোকে ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারে উৎসাহ দিতে হবে। এছাড়া শ্রেণিকক্ষে বাতাসপ্রবাহ ব্যবস্থা এবং সামাজিক দূরত্ববিধি নিশ্চিত করতে হবে।

এসএইচ-২৯/১৯/২১ (অনলাইন ডেস্ক)